Close

গণনার গুণন বিধি কাকে বলে?

গণনার গুণন বিধি

যদি a সংখ্যক আলাদা আলাদা পদ্ধতিতে কোনো একটি বিশেষ কাজ সম্পন্ন করা যায় এবং কাজটি সম্পাদিত হবার পর যদি অপর একটি কাজ b সংখ্যক আলাদা আলাদা পদ্ধতিতে সম্পন্ন করা হয়, তাহলে কাজ দুইটি একত্রে গুণন বিধি মোতাবেক মোট a x b সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা হবে।

অনুরূপভাবে ঐ দুইটি কাজ একত্রে a x b সংখ্যক পদ্ধতির মধ্যে যেকোনো একটি পদ্ধতিতে কাজটি সম্পাদিত হবার পর তৃতীয় কোন কাজ যদি c সংখ্যক আলাদা আলাদা পদ্ধতিতে সম্পন্ন করা হয় তাহলে ঐ তিনটি কাজ একত্রে a x b x c সংখ্যক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। একেই প্রক্রিয়াকেই গণনার গুণন বিধি বলা হয়।

আরো পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *