ক্লোরোফিল কাকে বলে
ক্লোরোফিল হচ্ছে এক প্রকার রঞ্জক পদার্থ, যা উদ্ভিদ দেহের ক্লোরোপ্লাস্টিডে থাকে। ক্লোরোফিল এর উপস্থিতিতে গাছের পাতার রং সবুজ দেখায়। এটি লৌহ ক্লোরোফিল ও ম্যাগনেসিয়াম তৈরির অতি প্রয়োজনীয় উপাদান।
ক্লোরোফিলের কাজ কি
ক্লোরোফিল সূর্যের আলো থেকে শক্তি শোষন করে তাহা রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ফলে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাত্য তৈরি করতে পারে। অর্থাৎ ক্লোরোফিলের কাজ হলো সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ধিদের খাদ্য তৈরিতে সাহায্য করা। যে সকল উদ্ধিদের দেহে ক্লোরোফিল থাকে না সেই জাতীয় উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না।
আরও পড়ুন