কাঁচি লাইন কাকে বলে
জমি পরিমাপের সময় চেন চালিয়ে দুই পাশের জমি নেওয়ার পরেও বাকি প্লটগুলি ফিল্ড ব্লকে তোলার জন্য বিপরীত দিকে চাঁদা স্থাপন করে চেন লাইনকে না কেটে যে লাইন দেওয়া হয় তাকেই কাঁচি লাইন বলা হয়।
তুদা কাকে বলে
মৌজা ট্রাডার্স দেওয়ার সময় জমির কর্ণারে বাঁকে যে সমস্ত স্টেশন স্থাপন করা হয় এবং উক্ত স্টেশন ও নিদর্শন হিসেবে মাটির যে স্তুপ তৈরী করে রাখা হয় তাকে তুদা বলা হয়।
কম্বা কাকে বলে
জমি পরিমাপের জন্য যে ট্রাডার্স স্টেশন গুলি তৈরি করা হয় তাকে কম্বা বলে ।