প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় হলো, কর্কটক্রান্তি রেখা কাকে বলে?
কর্কটক্রান্তি রেখা কাকে বলে
সূর্য বছরে একবার বিষূবরেখা অতিক্রম করে উত্তর গোলার্ধের সর্বশেষ যে স্থান পর্যন্ত পরিক্রমা/ঘুরে আগমণ করে (২৩.৫ ডিগ্রী উত্তর অক্ষাংশ ) আবার বিষূবরেখার দিকে ফিরে আসে, সেই কাল্পনিক রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলা হয়।
এই কারণে বছরের ২১শে জুন দিনটিতে বড় দিন হয় এবং ছোট রাত হয়। আবার বিষূবরেখায় এলে (০ ডিগ্রী) দিনরাত্রি সমান হয়। তাই বছরের ২১শে মার্চ এবং ২২শে সেপ্টেম্বর এই ২ দিন দিন ও রাত্রি সমান হয়। আবার বিষূবরেখা অতিক্রম করে দক্ষিণে ২৩.৫ ডিগ্রী পর্যন্ত সূর্যের শেষ পরিক্রমন কাল্পনিক বিন্দুকে মকরক্রান্তি রেখা হওয়ার কারণে ২২শে ডিসেমবর বড় রাত্রি ও ছোট দিন হয়।
আরও পড়ুন