এক থেকে একশ বানান
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বাংলা এক থেকে একশ বানান শিখতে চাচ্ছে, আজকে পর্বটি তাদের জন্য। আমাদের আজকের লেখা এক দুই বানান ১০০ পর্যন্ত সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত পাঠ্যপুস্তক থেকে নির্ভুল বানান আপনাদের সামনে তুলে ধরার জন্য।
অনেক সোর্সে আপনরা কথায় লেখা ১ থেকে ১০০ পর্যন্ত পেয়ে যাবেন। কিন্তু একটু লক্ষ করলে দেখতে পাবেন প্রাই জায়গায় বানানে ভুল রয়েছে। আমরা এখানে চেষ্টা করেছি নির্ভুল অংক থেকে কথায় 1 থেকে 100 পর্যন্ত বাংলা বানান তুলে ধরতে। এখানে আপনারা পাবেন 1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা লেখা, PDF ও ছবি্ ফাইল।
1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা
- ১- এক
- ২- দুই
- ৩- তিন
- ৪- চার
- ৫- পাঁচ
- ৬- ছয়
- ৭- সাত
- ৮- আট
- ৯- নয়
- ১০- দশ
- ১১- এগারো
- ১২- বারো
- ১৩- তেরো
- ১৪- চৌদ্দ
- ১৫- পনেরো
- ১৬- ষোলো
- ১৭- সতেরো
- ১৮- আঠারো
- ১৯- ঊনিশ
- ২০- বিশ
- ২১- একুশ
- ২২- বাইশ
- ২৩- তেইশ
- ২৪- চব্বিশ
- ২৫- পঁচিশ
- ২৬- ছাব্বিশ
- ২৭- সাতাশ
- ২৮- আটাশ
- ২৯- ঊনত্রিশ
- ৩০- ত্রিশ
- ৩১- একত্রিশ
- ৩২- বত্রিশ
- ৩৩- তেত্রিশ
- ৩৪- চৌত্রিশ
- ৩৫- পঁয়ত্রিশ
- ৩৬- ছত্রিশ
- ৩৭- সাঁইত্রিশ
- ৩৮- আটত্রিশ
- ৩৯- ঊনচল্লিশ
- ৪০- চল্লিশ
- ৪১- একচল্লিশ
- ৪২- বিয়াল্লিশ
- ৪৩- তেতাল্লিশ
- ৪৪- চুয়াল্লিশ
- ৪৫- পঁয়তাল্লিশ
- ৪৬- ছেচল্লিশ
- ৪৭- সাতচল্লিশ
- ৪৮- আটচল্লিশ
- ৪৯- ঊনপঞ্চাশ
- ৫০- পঞ্চাশ
- ৫১- একান্ন
- ৫২- বাহান্ন
- ৫৩- তিপ্পান্ন
- ৫৪- চুয়ান্ন
- ৫৫- পঞ্চান্ন
- ৫৬- ছাপান্ন
- ৫৭- সাতান্ন
- ৫৮- আটান্ন
- ৫৯- ঊনষাট
- ৬০- ষাট
- ৬১- একষট্টি
- ৬২- বাষট্টি
- ৬৩- তেষট্টি
- ৬৪- চৌষট্টি
- ৬৫- পঁয়ষট্টি
- ৬৬- ছেষট্টি
- ৬৭- সাতষট্টি
- ৬৮- আটষট্টি
- ৬৯- ঊনসত্তর
- ৭০- সত্তর
- ৭১- একাত্তর
- ৭২- বাহাত্তর
- ৭৩- তিয়াত্তর
- ৭৪- চুয়াত্তর
- ৭৫- পঁচাত্তর
- ৭৬- ছিয়াত্তর
- ৭৭- সাতাত্তর
- ৭৮- আটাত্তর
- ৭৯- ঊনআশি
- ৮০- আশি
- ৮১- একাশি
- ৮২- বিরাশি
- ৮৩- তিরাশি
- ৮৪- চুরাশি
- ৮৫- পঁচাশি
- ৮৬- ছিয়াশি
- ৮৭- সাতাশি
- ৮৮- আটাশি
- ৮৯- ঊননব্বই
- ৯০- নব্বই
- ৯০- নব্বই
- ৯১- একানব্বই
- ৯২- বিরানব্বই
- ৯৩- তিরানব্বই
- ৯৪- চুরানব্বই
- ৯৫- পঁচানব্বই
- ৯৬- ছিয়ানব্বই
- ৯৭- সাতানব্বই
- ৯৮- আটানব্বই
- ৯৯- নিরানব্বই
- ১০০- একশত
এক থেকে একশ বানান pdf
১ থেকে ১০০ পর্যন্ত বানান শুদ্ধভাবে জানার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১ম এবং ২য় শ্রেণীর পিডিএফ বই ফরমেট সংগ্রহ করে দিয়েছি। আশা করছি আপনারা সেখানেও নির্ভুল এবং সঠিক বানানটি জানতে পারবেন। এক থেকে একশ পর্যন্ত বানান সঠিকভাবে জানতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইয়ের পাতাগুলো উপকারে আসবে। আমাদের দেওয়া এক এক দুই বানান 100 পর্যন্ত pdf ফাইল ডাউনলোড করে সংগ্রহে রাখতে পারনে।
নিম্নে এক থেকে একশ বানান বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বইয়ের কিছু অংশ পিডিএফ ফাইল দেওয়া হলো।
কথায় লিখ ১ থেকে ১০০ পর্যন্ত- কথায় লেখা ছবি
আপনরা অনেকেই হয়তো কথায় লিখ ১ থেকে ১০০ পর্যন্ত কথায় লেখা ছবি ডাউনলোড করে রাখতে চাচ্ছেন! আপনারা চাইলে এখন থেকে ১ থেকে ১০০ পর্যন্ত বাংলা বানান ছবিগুলো দেওয়া আছে। ছবিগুলো ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন।
সমাপনী
উপরে এক থেকে একশ বানান এর লেখা, পিডিএবং এবং ছবি দেওয়া হলো। আশা করি যে সকল শিক্ষার্থী বন্ধুগণ এখন থেকে এক দুই বানান 1 থেকে 100 পর্যন্ত কথায় লিখতে পারবে।
আরও পড়ুনঃ