Close

ব্রণ দুর করতে এবং শুষ্ক ত্বকের যত্ন নিতে অ্যালোভেরার ফেসপ্যাক

রূপচর্চায় অ্যালোভেরার ব্যবহার বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি কি ব্রণ ও শুষ্ক ত্বক নিয়ে সমস্যায় ভুগছেন? তাহলে এই সমস্যা সমাধান নিয়ে আজকে একটি ফেসপ্যাক সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এটি একটি ঘরোয়া অ্যালোভেরার ফেসপ্যাক, যা ব্যাবহার করলে ব্রণ হওয়া এবং শুষ্ক ত্বকের সমস্যা কমে যাবে।

ত্বকের যত্নে এলোভেরা

এলোভেরা দিয়ে রূপচর্চা একটি কমন বিষয়, যা এর বিশেষ গুনাগুনের জন্য সবার কাছেই পরিচিত। এছাড়া, এলোভেরা দিয়ে ব্রণ দূর করার উপায়টিও বেশ কার্যকর।

এই ফেস মাস্কটি কিভাবে বানাতে হয়, নিচে সেই বিষয়ে আলোচনাকরা হলো, আশা করি ভাল ফল পাবেন।

অ্যালোভেরার ফেসপ্যাক

ব্রণ সমস্যা ও শুষ্ক ত্বকের যত্ন নিতে এই ফেস প্যাকটি দারুন কাজে আসবে। মূলত, অ্যালোভেরাতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি প্রপাটিজ ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল যা ত্বকের অভ্যান্তরে প্রদাহ এবং সংক্রমণ কমিয়ে ত্বককে সুন্দর করে তোলে। 

এছাড়া, তৌলাক্ত ত্বকের সমস্যাও কমায় সঠিকভাবে। এক্ষেত্রে ১ টেবিল চামচ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর জেল নিন, তাতে ১ চামচ যে কোন একটি এসেনশিয়াল তেল এবং ১ চামচ চিনি মিশিয়ে নিন। 

উপকরণগুলো ভালোভাবে মিসিয়ে নিন। যখন দেখবেন উপকরণগুলি মিশে গেছে, তখন সেটি মুখে লাগিয়ে ১০/১৫ মিনিট রেখে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে দিনে দুবার এই ফেস প্যাকটি ব্যবহার করলে ভাল ফল পাবেন।

সমাপণী

ব্রণ দূর করার ক্রিম ব্যবহার না করে এই জাতীয় প্রাকৃতিক উপকরন ব্যবহার করা ভালো। তাতে স্থায়ী সমাধান হয় ও কোন পার্শপ্রতিক্রিয়াও থাকে না।

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *