অস্থি বলতে কী বোঝায়?
অস্থি প্রাণী দেহের কঙ্কাল বা কাঠামো তৈরিকরে, যা যোজক কলারএকটি রূপান্তরিত রূপ। অস্থির গঠন খুবই দৃঢ় হয়। এক প্রকার জৈব পদার্থ দ্বারা অস্থির আন্তঃকোষীয় পদার্থ বা মাতৃকা গঠিতহয়, যা শক্ত ওভঙ্গুর। এর অস্থিকোষগুলো মাতৃকারমধ্যে ছড়ানো থাকে। এই অস্থিকোষকে অস্টিওব্লাস্টবলা হয়। এই কোষগুলো দেহেরঅন্যান্য কোষের মতো মসৃণ নয় বরং শাখা–প্রশাখাযুক্ত থাকে, দেখতে কিছুটা মাকড়সা আকৃতির। ৪০% জৈব এবং ৬০% অজৈব পদার্থ নিয়েজীবিত অস্থিকোষ গঠিত। তাই অস্থিকোষের গঠন অন্য যে কোনো কোষথেকে ভিন্নতর হয়ে থাকে।
কঙ্কালতন্ত্র কী
যে তন্ত্র অস্থি ও তরুণাস্থির সমন্বয়ে দেহের কাঠামো গঠন করে দেহকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে এবং বিভিন্ন অঙ্গ স্বক্রিয় রাখে ও অঙ্গ রক্ষা করে তাই কঙ্কালতন্ত্র। মূলত কঙ্কালতন্ত্র হলো প্রাণী দেহের কাঠামো, যার উপর ভিত্তি করে প্রাণীর আকৃতি গঠিত হয় এবং চলন গমনের প্রক্রিয়া নির্ধারিত ।
আরো পড়ুন