অবিন্যস্ত উপাত্ত
যেসকল উপাত্ত যদি এলোমেলোভাবে থাকে অর্থাৎ মানের কোনোক্রমে সাজানো না থাকে অথবা কোন নিয়ম অনুসরণ করে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। অর্থাৎ ক্রম না মেনে এলোমেলেভাবে থাকা উপত্তকে অবিন্যস্ত উপাত্ত বলা হয়।
উদাহরণস্বরূপ কোনো বিদ্যালয়ের 7 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর যদি ৬৬, ৪৫, ৫৮, ৮০, ৬৬ হয়, তাহলে এই উপাত্তকে অবিন্যস্ত উপাত্ত বলা হবে। কারণ এগুলো মানের কোনোক্রমে বা ধারাবাহিকভাবে সাজানো নেই।
অনুরূপ লেখা