অক্ষর কাকে বলে
কোনো শব্দের যতটুকু অংশ একটানে বা এক সাথে উচ্চারিত হয়, তাকে অক্ষর বলা হয়। ছন্দ বিজ্ঞানের ভাষায় অক্ষরকে ‘দল’ বলা হয়।
যেমন: আমি। আমি = আ + মি (এই শব্দটিতে দুটি অক্ষর আছে)।
অক্ষর কত প্রকার ও কি কি
অক্ষর দুই প্রকার হয়ে থাকে। যেমন– ১। স্বরান্ত অক্ষর, ও ২। ব্যঞ্জনান্ত অক্ষর।
১. স্বরান্ত অক্ষর:
যে সকল অক্ষরের শেষে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে স্বরান্ত অক্ষর বলে। যেমন- আশা = আ + শ + আ, ভাষা = ভ + আ + ষ + আ, ইত্যাদি।
২. ব্যঞ্জনান্ত অক্ষর:
যে অক্ষরগুলোর শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বলে। যেমন- পবন = প + বন, শীতল = শী + তল, ইত্যাদি।
আরও পড়ুন