Close

শক্তির নিত্যতা সূত্র কি? উদাহরণসহ ব্যাখ্যা।

শক্তির নিত্যতা সূত্র কি

“শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তি কেবল এক রূপ থেকে এক বা একাধিক রূপে রূপান্তরিত বা পরিবর্তন হতে পারে। মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।”অর্থাৎ, শক্তি এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তরিত হলে শক্তির বিশাস না নতুন কোন শক্তি সৃষ্টি হয় না। একরূপে শক্তি হারালে অন্য রূপে শক্তি লাভ করে। এটিই শক্তির নিত্যতা সূত্র।

উদাহরণসহ ব্যাখ্যাঃ

একটি বল উপরের দিকে ছুরে মারলে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌছানোর পর বলটি আবার নিচে নামতে থাকে। এ ক্ষেত্রে বলটি উপরে ওঠার সময় গতিশক্তি কমতে কমতে যখন শূন্য হয়ে যায় তখন বলটি আবার নিচের দিকে মানতে শুরু করে। নিচের দিকে নামার সময় বলে সঞ্চিত স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হতে থাকে। এভাবে বলটি যখন মাটি স্পর্শ করে এবং স্থির হয় তখন তার সমস্ত গতিশক্তি স্থিতিশক্তি, শব্দ, তাপ, আলোক ইত্যাদি বিভিন্ন শক্তিতে পরিণত হয়।

এভাবেই সকল শক্তি এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়; কিন্তু যেকোনো নির্দিষ্ট সময়ের জন্য মোট শক্তির পরিমাণ অপরিবর্তিত থাকে। এটাই হলো শক্তির নিত্যতা বা সংরক্ষণশীলতার বিধি।

১। শক্তির নিত্যতা সূত্র আবিষ্কার করেন কে?

উত্তরঃ জুল প্রেস বার্ট সূত্রটি আবিষ্কার করেন।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *