Close

রাষ্ট্র কাকে বলে বা রাষ্ট্র বলতে কী বোঝায়?

রাষ্ট্র কাকে বলে

রাষ্ট্র মানব সমাজের সবচেয়ে বড় একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। পৃথিবীর সকল মানুষই কোনো না কোনো রাষ্ট্রে আওতায় বসবাস করে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা বা পরিচিতি আমাদের সামনে তুলে ধরেছেন।

রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল মতবাদ করেছেন, ‘কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয়ে গড়ে ওঠা সংগঠনই হলো রাষ্ট্র’।

অধ্যাপক গার্নারের বর্ণনায় রাষ্ট্রের প্রকৃত রূপ স্পষ্ট হয়ে উঠেছে।

অধ্যাপক গার্নারের মতে, ‘সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী, সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত, স্বাধীন জনসমষ্টিকে রাষ্ট্র বলা হয়।

ওপেনহাইমে রাষ্ট্রের সংজ্ঞা হিসেবে বলেছেন যে, ‘‘যখন কোনাে নির্দিষ্ট একটি ভূখণ্ডে কোনাে সংগঠিত জনসমষ্টি সার্বভৌম সরকার প্রতিষ্ঠা করে, তখন তা রাষ্ট্রের সৃষ্টি হয়।’’

মার্কিন রাষ্ট্রপতি উইলসনের বলেন, ‘‘কোনাে নির্দিষ্ট ভূখণ্ডে আইন প্রতিষ্ঠার জন্য সংগঠিত জনসমষ্টি হল রাষ্ট্র।’’

সমাপনী

উপরে বিভিন্ন মনিসীদের প্রমাণ্য সংজ্ঞার উল্লেখ করা হয়েছে। রাষ্ট্র কাকে বলে এই বিষয়ে আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

আরও পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *