আজকের পর্বে আমর লাভ ক্ষতি, সরল মূনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
লাভ-ক্ষতি সংক্রান্ত
- লাভ = বিক্রয়মূল্য – ক্রয়মূল্য
- ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য
সরল মুনাফা নির্ণয়ের সূত্র
- সরল মুনাফা: I = Prn
- মুনাফা-আসল: A = P +I = P + Prn = P(1 + rn)
চক্রবৃদ্ধি মুনাফার সূত্র
- চক্রবৃদ্ধি মূলধন: C = P(1 + r)^n
- চক্রবৃদ্ধি মুনাফা: C. I = P(1 + r)^n – P = P{(1 + r)^n – 1 }
এখানে,
- I = সরল মুনাফা (simple interest)
- P = মূলধন (principal)
- r = মুনাফার হার (rate of interest)
- n = সময় (time)
- A = মুনাফা-আসল (amount or total amount)
- C = চক্রবৃদ্ধি মূলধন (compound amount)
- C.I = চক্রবৃদ্ধি মুনাফা (compound interest)
আরও পড়ুন