Close

মানব দেহ সম্পর্কিত বিশ্বময়কর ও মজার কিছু তথ্য

কত বিচিত্র এই মানব দেহ! মানব দেহ সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য মানুষের অনুসন্ধানের কোন শেষ নেই। সুস্থ্যভাবে বাচতে আমাদের কতই না প্রচেষ্টা। চলুন আজকে জেনে নেই মানব দেহ সম্পর্কিত কিছু বিশ্বময়কর মজার তথ্য।

মানব দেহ সম্পর্কিত কিছু মজার মজার তথ্য

১। সাধারনত একজন মানুষের শরীরে রক্তের পরিমাণ তার মোট ওজনের প্রায় ১৩ ভাগের একভাগ। অর্থাৎ ৬৫ কেজি ওজন এক জন মানুষের রক্তের পরিমাণ হতে পারে ৫ কেজি।

২। দেহে অক্সিজেন সরবরাহকারী ২৫০০ কোটি লোহিত রক্ত কণিকা আছে এবং এরা ৪ মাস বাঁচে।

৩। রোগ প্রতিরোধকারী ২৫০ কোটি শ্বেত রক্ত কণিকা আছে এবং এরা মাত্র ১২ ঘন্টা বাঁচে।

৪। দেহের সব শিরাগুলো পাশাপাশি সাজালে দেড় একর জমির প্রয়োজনহবে।

৫। একজন মানুষের স্নায়ুতন্ত্র দিয়ে পৃথিবীকে ৭ বার পেঁচানো যাবে।

৬। অনুভূতিগুলো মানুষের স্নায়ুতন্ত্রের মধ্য দিয়ে প্রায় ঘন্টায় ২০০ মাইল বেগে প্রবাহিত হয় এবং প্রতি সেকেন্ডে ১০০মিটার সংকেত পাঠাতে সক্ষম।

৭। দেহে ও মনে অনুভূতিগুলো মস্তিষ্কে পৌঁছতে ০.১ সেকেন্ড সময় লাগে।

৮। একজন শিশুর জন্মের সময় তার দেহে হাড় থাকে ৩৫০ টি।

৯। একজন পর্ণবয়স্ক মানুষের শরীরে ২০ বর্গফুট চামড়া আছে ।

১০। একজন মানুষের চামড়ার  ১ কোটির ওপর লোমকূপ  রয়েছে।

১১। মানুষের শরীরে যে পরিমাণ চর্বি আছে তা দিয়ে ৭ টি বড় জাতের কেক তৈরি সম্ভব।

১২। মানুষের শরীরে পেশী আছে ৬৫০ টি । কিছু কিছু কাজে ২০০ টি পেশী পেশি সক্রিয় হয়। মুখমন্ডলে আছে ৩০ টির বেশী পেশী । হাসতে গেলে ১৫ টির বেশি সক্রিয় হয়।

১৩। একটি রক্ত কণিকা একস্থান থেকে শুরু করে সারা শরীর ঘুরে ঐ স্থানে ফিরে আসতে ১,০০,০০০ কিমি পথ অতিক্রম করে যা পৃথিবীকে  ২.৫ বার ঘুরে আসার সমান পথ।

১৪। আমাদের মস্তিষ্ক প্রায় ১০,০০০ টি ভিন্ন ভিন্ন গন্ধ চিনতে ও মনে রাখতে সক্ষম।

সমাপনী

মূলত, এই লেখাটিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে, যা আমাদের জেনে রাখ ভালো।

আরও পড়ুন

মাতৃদুগ্ধ পানের উপকারিতা | নবজাতকের সুস্থতায় মায়ের দুধ
জেনে নিন পা মচকানোর প্রাথমিক চিকিৎসা

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *