প্রকৃত কোষ কাকে বলে
প্রকৃত কোষ বলতে বুঝায়, যে সকল কোষে নিউক্লিয়াস সুগঠিতভাবে বিদ্যমান থাকে, তাকে প্রকৃত কোষ বলে।
এই জাতীয় সেলে নিউক্লিয়াস সুগঠিত থাকে অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি থেকে নিউক্লিও বস্তু সুসংগঠিত ও পরিবেষ্টিত থাকে। এই কোষে রাইবোজোমসহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকে।
প্রকৃত কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথাঃ দেহকোষ এবং জনন কোষ।
অনুরূপ লেখা