পরম স্থিতি কাকে বলে
এই পৃথিবীতে ঘর-বাড়ি, দালান কোঠা, গাছপালা কিংবা লাইটপোস্ট সবকিছুই আমাদের কাছে স্থির মনে হয়। কিন্তু আমরা জানি, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণনরত অবস্থায় আছে। আবার মহাকাশের অন্যান্য নক্ষত্রগুলোর সাপেক্ষে সূর্যও গতিশীল। ফলে এই মহাবিশ্বে পরম স্থির রয়েছে এমন কোন বস্তু পাওয়া সম্ভব নয়। পরম স্থির যে কোন বস্তুর স্থির থাকার ঘটনাকে পরম স্থিতি বলা হয়।
পরম গতি কাকে বলে
পরম স্থির যে কোন বস্তুর সাপেক্ষে কোন বস্তুর গতিকে তার পরম গতি বলা হয়।
আরও পড়ুন