তাৎক্ষণিক বেগ কাকে বলে
সাধারনভাবে, কোন গতিশীল বস্তুর একটি বিশেষ মুহুর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে।
অন্যভাবে বলা যায়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে বা বেগকে তাৎক্ষণিক বেগ বলে।
তাৎক্ষণিক বেগ হলো কোনো বস্তুর বিশেষ মুহুর্তের বেগ। কোনো বস্তুর তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে বস্তুটির যে মুহূর্তের বেগ নির্ণয় করতে হবে ঠিক তার পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্তে বস্তুটির অবস্থান জেনে নিতে হবে। পূর্ববর্তী এবং পরবর্তী মুহূর্ত বা সময়ের ব্যবধান অবশ্যই অতি ক্ষুদ্র হতে হবে যা প্রায় শূন্যের কাছাকাছি হওয়া উচিৎ। অর্থাৎ সময়ের মান শূন্যের করা হলে, ঐ সময়ে বস্তুটির সরণের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক বেগ বলে।
একটি বস্তু চলার সময় এর বেগ বা সরণ বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, যেমন ত্বরণে গতিশীল বস্তুর বেগ প্রতি মুহূর্তে পরিবর্তিত হয়ে থাকে। এ অবস্থায় বস্তুটির কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলে।
আরও পড়ুনঃ