গাইডিং লাইন কাকে বলে
প্লেন টেবল সার্ভে করার সময় উপরে ও নীচে দুটি স্টেশন স্থাপন করে কোন অনিবার্য কারণ বশত মধ্যস্থল বাদ রেখে বস্তি কিস্তোয়ারের সময় সাইট ভ্যানের সাহায্যে মধ্য স্থল দিয়ে যে লাইন দেওয়া হয় তাকে গাইডিং লাইন বলে।
কিস্তোয়ার কাকে বলে
সরেজমিনে প্রতি প্লটের পৃথক পৃথক ভাবে অফসেট নিয়ে সিট পেপারের সেই আকার অনুযায়ী যে নকশা অঙ্কন করা হয় তাকে কিস্তোয়ার বলে ।
অনুরূপ লেখা