এডভোকেট (Advocate) কাকে বলে
বিভিন্ন আইনে লিপিবদ্ধকৃত এডভোকেট (Advocate) এর সংজ্ঞা গুলো নিম্নে প্রদত্ত হলোঃ-
এডভোকেট কাকে বলে
The Bangladesh legal Practitioners and Bar Council Order, 1972 এর আর্টিকে 2 (a) বিধান মোতাবেক এডভোকেট (Advocate) বলতে তাকে বুঝায় যিনি উক্ত আদেশের বা ধারার বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলে অ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছেন।
দেওয়ানি কার্যবিধি- 1908 এর 2 (15) ধারায় উল্লেখিত প্লিডার এর সংজ্ঞায় উল্লেখ করা হয়েছে যে, অ্যাডভোকেট বা উকিল বলতে এমন ব্যক্তিকে বুঝায় যিনি অপর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে আদালতে হাজির হবার ও যুক্তিতর্ক পেশ করার অধিকার রাখেন।
এছাড়াও ফৌজদারি কার্যবিধির- 1998 এর 4 (1) ধারার “ক” দফায় উকিলের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে যে, এডভোকেট বা উকিল বলতে প্রচলিত আইনের অধীনে ক্ষমতা প্রাপ্ত কোন উকিল বা মোক্তার বুঝায় এবং এরূপ দায়িত্ব পালনের জন্য আদালত কর্তৃক ব্যক্তিও এই ধারায় আন্তভূক্ত।