Close

আবেগী ফেসবুক আইডির নাম দেখে নিন

বর্তমান সময়ে কম-বেশি সবাই ফেসবুক ব্যবহার করে থাকি। আর সে কারণে অনেকেই চায় তাদের ফেসবুক আইডির নামটা যেন একটু ভিন্ন বা অন্যরকম হয়। অন্যা সকল ফেসবুক আইডির নামের তুলনায় যেন তাদের ফেসবুক আইডির নাম টা আলাদা রকম হবে। আর সে কারণেই অনেক সময় আমরা আবেগী ফেসবুক আইডির নাম খুজে থাকি।

ফলে বাংলা স্টাইলিশ নাম এর মধ্যে একটা আবেগ বা অনুভূতি জড়িত থাকে। আপনারা যারা স্টাইলিশ ফেসবুক আইডির নাম খুজে থাকেন তাদের কথা চিন্তা করে আজকের এই আর্টিকেল টি লেখা হয়েছে। কারণ, আমাদের আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমি আপনাদের সাথে চমৎকার সব আবেগী ফেসবুক আইডির নাম শেয়ার করব। যে নাম গুলো নিয়ে আপনি আপনার নিজের ফেসবুক আইডি তে ব্যবহার করতে পারবেন যা অন্যান্য মানুষদের কাছে আপনার সেই আবেগী স্টাইলিশ ফেসবুক আইডির নাম টি অনেক ভালো লাগবে।

তাহলে আর দেরি না করে চলুন আর্টিকেলের মূল অংশে সেই আবেগী ফেসবুক আইডির নাম গুলো জেনে নেওয়া যাক।

আবেগী ফেসবুক আইডির নাম

প্রথমে আমি যে আবেগী ফেসবুক আইডির নাম গুলো শেয়ার করব সেগুলো একেবারেই আনকমন এবং ছেলে মেয়ে উভয়েই ব্যবহার করতে পারেন।

বর্তমানে অনেকেই সেই ফেসবুক আইডির নাম গুলো জানে না। আপনি যদি এই নাম গুলো আপনার আইডিতে নিজের নাম হিসেবে ব্যবহার করেন, তাহলে অনেকেই আপনার ফেসবুক আইডিটা দেখে অবাক হয়ে যাবে। আর এবার আমি আপনাকে সেই সব সুন্দর সুন্দর ফেসবুক আইডির নাম গুলোর সাথে পরিচয় করিয়ে দিব।  

  • শেষগল্পের সেই ছেলেটি
  • শেষের কবিতা
  • ভয়ংকর কফিন
  • প্রহেলিকার মৃত্যু
  • নিরুপমার নীলকান্না
  • জীবন্ত জীবাশ্ম
  • চরিত্র পুরাই কাল্পনিক
  • কাল্পনিক কল্পনা
  • কালো আকাশ
  • কাব্যিক আইডি
  • আমি অবাঞ্ছিত কাল রুদ্র
  • অমাত্রিক সমীকরণ
  • প্রিয়ন্তীর আত্মহত্যা
  • অবিকৃত মস্তিষ্ক
  • অতঃপর মুখোশ
  • ভয়ংকর কফিন
  • নীরব পথিক
  • দুঃসাহসী ভীতু
  • পিচ্চি শিশু
  • তাল গাছ
  • কাল্পনিক কল্পনা
  • আল পিন
  • রক্তাক্ত হাত
  • সোনার চাবি
  • এলো মেলো
  • আজকের গুজব
  • ভালবাসা ভালবাসা
  • আমি পাগল
  • ফুসকা ওয়ালী
  • কালো কাক
  • চরিত্র পুরাই কাল্পনিক
  • মিথ্যুক বালক
  • নাম প্রকাশে অনিচ্ছুক
  • ভাঙ্গা মোবাইল
  • অভিষেক সর্বজ্ঞ
  • সুখের জিবনের কস্ট
  • কষ্ট কেন ভালোবাসায়
  • ভালোবাসার কষ্ট
  • ক্লান্ত জীবনপথ
  • দুঃখ কেন এই অবেলায়
  • অতঃপর মুখোশ
  • ভয়ংকর কফিন
  • নীরব পথিক
  • দুঃসাহসী ভীতু
  • অমাত্রিক সমীকরণ
  • আমি আছি তুমি নাই
  • অভিষেক সর্বজ্ঞ ‎
  • অদ্ভুত বিজ্ঞানী
  • অমাত্রিক সমীকরণ
  • আমি গরিব তুই কেন ধনী
  • কষ্ট কেন ভালোবাসায়

মেয়েদের ফেসবুক আইডির সুন্দর নাম

এতক্ষণ ধরে আপনি চমৎকার এবং ছেলে মেয়ে উভয়ের ব্যবহারযোগ্য আবেগী ফেসবুক আইডির নাম সম্পর্কে জানতে পেরেছেন।

এখন আমরা উল্লেখ করছি কিছু স্টাইলিশ ফেসবুক আইডির নাম মেয়েদের। মেয়েদের ফেসবুক আইডির সুন্দর নাম গুলো আপনাদের আইডিতে ব্যবহার করতে পারেন। চলুন এবার তাহলে সেই মেয়েরদ আনকমন ফেইসবুক নাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

  • সুখে থেকো ছলনাময়ী
  • ছায়াবৃক্ষের রাজকন্যা
  • উপহাসের পৃথিবী
  • স্পর্শের ছায়া তুমি
  • পরিবারের ছোট ছেলে
  • নিতেশ মন্ড
  • অনুভূতির কষ্ট
  • মনের কষ্ট
  • নীল কষ্ট
  • চলে যাও অবেলায়
  • অনুভুতির কাব্যকন্যা
  • মায়াবতী কন্যা
  • মেঘলা আকাশ
  • নীল পাখি
  • ট্যালেন্ডেট কইন্যা
  • অশান্ত বিকেল
  • মেঘ বালিকা
  • কষ্টের রাজকন্যা
  • কষ্টের নীড়
  • মেঘ কন্যা
  • কাব্য কন্যা
  • নীল পাখি
  • বসন্তের পথে আমি
  • গল্পটা তোমার আমার
  • রুপকথার রাজকন্যা
  • নিশি রাত
  • সীমাহীন ভালোবাসা
  • অবহেলিত রাজকন্যা
  • নীলাশা নীল
  • মেঘে ঢাকা তাঁরা
  • শেষ বিকেল
  • কাশবনের কন্যা
  • দস্যি মেয়ে
  • পর্দাশীল মেয়ে
  • বসন্তের মেয়ে
  • শারীতেই নারী
  • ময়ুর কন্যা
  • অনুভুতির কাব্যকন্যা
  • ট্যালেন্ডেট কইন্যা
  • কষ্টের জীবন
  • সন্ধ্যা তাঁরা
  • ঘুমন্ত রাজকন্যা
  • অবন্তী অথৈ
  • নিশিতা জাহান
  • শেষ বিকেলের মেয়ে
  • মেয়ে মানেই আলো
  • অনিন্দ কন্যা
  • নীল আঁচল
  • অনুভুতির কাব্য কন্যা

ছেলেদের ফেসবুক আইডির নাম

প্রিয় পাঠক, এই পর্যায়ে আমার শেয়ার করতে যাচ্ছি স্টাইলিশ ছেলেদের ফেসবুক আইডির নাম। তো আশা করি এই নাম গুলো আপনার ভালো লাগবে। যখন আপনি এই নাম গুলো আপনার ফেসবুকে ব্যবহার করবেন,  তখন লক্ষ্য করতে পারবেন যে, অনেক মানুষ আপনার এই ফেসবুক আইডি তে ব্যবহার করা নাম টি পছন্দ করছে।

  • মুক্ত সেনিক
  • তালপাতার সেপাই
  • মামদো ভুত
  • কুৎসিত দানব
  • একজন মিথ্যুক বালক
  • চরিত্র পুরাই কাল্পনিক
  • আমি অবাঞ্ছিত কাল রুদ্র
  • নাম প্রকাশে অনিচ্ছুক
  • অজানা বালক
  • ছ্যাঁকাপ্রাপ্ত ছেলেটি
  • ভাবনাহীন রাজকুমার
  • শেষগল্পের সেই ছেলেটি
  • ছ্যাঁকাপ্রাপ্ত ছেলেটি
  • ভয়ংকর কফিন
  • মামদো ভুত
  • পিচ্চি শিশু
  • রিকশার পাইলট
  • স্টাইল বিয়াদব ছেলে
  • কষ্টের কবি
  • রঘু ডাকাতের বংশধর
  •  

সমাপনী

এমন অনেক মানুষ আছেন যারা মূলত প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন। আর যেহেতু তারা নিয়মিত ফেসবুক ব্যবহারকারী সেহেতু তারা তাদের ফেসবুক আইডির নামটি অন্যান্য মানুষদের তুলনায় আলাদা রাখতে চায়। আর আপনি যদি তেমনমানুষদের তালিকায় পড়ে থাকেন, তাহলে আজকের এই আর্টিকেল টি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত আবেগী ফেসবুক আইডির নাম গুলো আপনাদের কাজে আসবে।

আরও পড়ুনঃ

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *