আকরিক থেকে লোহা নিষ্কাশন
খনিতে অনেক সময় কিছু কিছু আকরিক মৌল হিসেবে পাওয়া যায়। প্রকৃতিতে প্রাপ্ত সকল আকরিক পদার্থই বালি, মাটি ইত্যাদি অপ্রয়োজনীয় দ্রব্যের সাথে একত্রিত অবস্থায় থাকে। এসব অপ্রয়োজনীয় খনিজ দ্রব্যকে খনিজমল বলা হয়। সাধারণত অতি উচ্চ তাপমাত্রা প্রয়োগ করলে খনিজমল দূরীভূত হয়। তাই উত্তাপের প্রভাবে আকরিক ভেঙ্গে মৌলটি আলাদা হয়ে যায়। এভাবেই অতি উত্তাপ প্রয়োগ করে খনি থেকে প্রাপ্ত আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়।
আরো পড়ুন