Close

অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা।

অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে

যে সব অর্থনৈতিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত বা নিয়ন্ত্রিত হয় হয়, তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলা হয়।

অর্থনীতিবিদ জি. গ্রোসম্যান এর ভাষায় অর্থব্যবস্থা হলো- “The set of institutions that characterizes a given economy comprises its economic system.”।

মানুষ যে সামাজিক ও অর্থনৈতিক পরিবেশে বসবাস করে তার উপর ভিত্তি করেই মানুষের সকল অর্থনৈতিক কার্যাবলি যথা বিনিময়, উৎপাদন, ভোগ, বণ্টন প্রভৃতির প্রকৃতি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।

অন্যভাবে বলা যায়; সমাজে মানুষের সম্পত্তির, উৎপাদন, বিনিময়, ভোগ, বণ্টন, বা এই জাতীয় বিষয়ে অর্থনৈতিক কার্যাবলি সম্পাদনে যে প্রাতিষ্ঠানিক কাঠামো অনুসরণ করা হয়, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থব্যবস্থা’ বলে।

সংক্ষেপে বলা যায়, মানুষ যে তার অর্থনৈতিক কার্যক্রমের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো মনে পরিচালনা করে তাকেই ‘অর্থনৈতিক ব্যবস্থা’ (Economic system) বলে।

বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা

বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা কাঠামো প্রচলিত আছে। নিম্নে 5 টি ধরনের অর্থব্যবস্থা সম্পর্কে উল্লেখ করা হলো–

  1. ধনতান্ত্রিক অর্থব্যবস্থা।
  2. মিশ্র অর্থব্যবস্থা।
  3. নির্দেশমূলক অর্থব্যবস্থা।
  4. ইসলামী অর্থব্যবস্থা।
  5. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা

আরো পড়ুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *