অনুচ্ছেদ কাকে বলে
কোন একটি বিষয় সম্পর্কে বিস্তারিত স্বরূপ পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো বাক্যের সমষ্টিকে একত্রে অনুচ্ছেদ (Paragraph) বলে। অর্থাৎ যে কোন বিষয়, ঘটনা বা বস্তু সম্পর্কে ৮/১০ লাইনের লাইনের বর্ণনা লেখাকেই অনুচ্ছেদ বলা হয়।
অনুচ্ছেদ লেখার নিয়ম
রচনা বা অনুচ্ছেদ লেখা কয়েকটি নিয়ম রয়েছে। সেগুলো সঠিকভাবে মনে রেখে লেখতে পারলে ভালোভাবে অনুচ্ছেদ লেখা সম্ভব। নিচে অনুচ্ছেদ লেখার কিছু নিয়ম সমূহ নিয়ে আলোচনা করা হলো:
- সাধারনত, একটি অনুচ্ছেদের একটি মাত্র ভাব প্রকাশ প্রকাশ করে। নির্দিষ্ট বিষয়বস্তুর বাহিরে কোনো কথা বা তথ্য উল্লেখ করা যাবে না।
- লেখার বিষয়কে সুশৃঙ্খলভাবে সাজানো বাক্যের মাধ্যমে বিষয় ও ভাব প্রকাশ করতে হবে।
- অনুচ্ছেদের লেখা খুব বেশি বড় করা যাবে না।
- সাধু বা চলিত ভাষার মিশ্রন এড়িয়ে চলেতে হবে, যেকোনো একটি রীতি অনুসরণ করে অনুচ্ছেদটি রচনা করতে হবে।
- বাক্যগুলোর মধ্যে একই কথার পুনরাবৃত্তি করা যাবে না।
- অনুচ্ছেদ লেখার বিষয়ের গুরুত্বপূর্ণ দিকটি সুন্দর ও সহজ-সরল ভাষায় তুলে ধরতে হবে।
সমাপনী
শিক্ষার্ধীদের অনুচ্ছেদ লেখার সময় অনেক বিষয় নিয়ে চিন্তা করে মাঝে মঝে লেখায় এলোমেলো করে ফেলে। মূলত অনুচ্ছেদ লিখন তেমন কঠিন কোন কাজ না। এখন দুয়েকবার অনুশীলন করলে সহজেই অনুচ্ছেদ লেখা সম্ভব।