অঙ্গ কাকে বলে?
দেহের অঙ্গসমূহ জীববিজ্ঞানের একটি গুরুত্তপূর্ন অধ্যায়। এক বা একাধিক পরিমান টিস্যু দিয়ে তৈরী একটা নির্দিষ্ট কাজ সম্পূর্ন সক্ষম প্রাণিদেহের অংশবিশেষকে অঙ্গ (Organ) বলে ।দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে অঙ্গসংস্থানবিদ্যা (Morphology) বলে ।মানবদেহে দু ধরনের অঙ্গ আছে । চোখ, মাথা,কান,হাত,পা- এগুলো বাহ্যিক অঙ্গ । প্লীহা,ফুসফুস, শুক্রাশয়, ডিম্বাশয়, পাকস্থলি, ইলিয়াম,যকৃত, মলাশয়,ডিওডেনাম,বৃক্ক-এগুলো হচ্ছে মানবদেহের অভ্যান্তরীণ অঙ্গ ।
তন্ত্র কাকে বলে
পরিপাক,শ্বসন,রেচন,প্রজনন ইত্যাদি শরীরবৃত্তীয় কাজ করার জন্য প্রাণী দেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয় । নিম্নে কিছু তন্ত্রের নাম তুলে ধরা হলো ।
- পরিপাকতন্ত্র (Digestive system)
- শ্বসনতন্ত্র (Respiratory system)
- স্নায়ুতন্ত্র (Nervous system)
- রেচনতন্ত্র (Excretory system)
- জননতন্ত্র (Reproductive system)
- ত্বকতন্ত্র (Integumentary system)
- অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র (Endocrine system)
অঙ্গ ও তন্ত্রের মধ্যে পার্থক্য
অঙ্গ | তন্ত্র | |
1। | নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে গঠিত প্রাণীদেহের বিশেষ অংশকে অঙ্গ বলে। | কতগুলো অঙ্গের সমন্বিত গঠন যা বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ সম্পন্ন করতে সক্ষম তাকে তন্ত্র বলে। |
2। | অঙ্গ বিশ্লেষন করলে বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায়। | তন্ত্র বিশ্লেষন করলে বিভিন্ন প্রকার অঙ্গ পাওয়া যায়। |
অনুরূপ লেখা
Hasna hena
It is so essential for every student.thanks for this benifits.and if it will get more detailes than we will happy some more.🙂